নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার কাঞ্চন এলাকার নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
তিনি জানান, সকালে ওই এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৭/মাহবুব