ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছেন র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ এ তথ্য জানান।
গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি হাসুয়া ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে নরেন্দ্রনাথ শিকদারের ছেলে ডা. তিব্বত শিকদার (৪৫) একই গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার (২৬), কালিগঞ্জের নাটোপাড়া গ্রামের মকছেদ খানের ছেলে শুকুনুর রহমান (৩০) ও মাগুরা জেলার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিমল বিশ্বাসসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫)।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল