৫ দফা দাবি আদায়ে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হরিজন ঐক্য পরিষদের সভাপতি রিপন জমাদার, সাধারণ সম্পাদক মুকেশ হরিজন, সহ-সাধারণ সম্পাদক শংকর হরিজন, কার্যকরী সদস্য রাণী হরিজন, জ্যোৎস্না হরিজন, পুতুল হরিজন এবং সমাজের মাতাব্বর মেঘলাল চৌধুরী।
এসময় বক্তারা বলেন, সিটি করপোরেশন ও পৌরসভায় হরিজনদের স্থায়ী নিয়োগ, সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা, আবাসন ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণে হরিজনদের সম্পৃক্ততা করতে হবে। তারা অভিযোগ করে আরো বলেন, পরিচ্ছন্নকর্মী পদের সংরক্ষিত ৮০ শতাংশ কোটায় অযৌক্তিক কিছু শর্ত আরোপ করে হরিজনদের নিয়োগ বঞ্চিত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হরিজন শিক্ষার্থীদের একশতাংশ কোটা থাকলেও তার বাস্তবায়ন করা হচ্ছেনা। শিক্ষিত হওয়ার পরও হরিজন সম্প্রদায়ের ছেলে মেয়েরা চাকুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।
বক্তারা বলেন বাংলাদেশ সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে কোন নাগরিকের প্রতি বৈষম্য না করার অঙ্গিকার করা হয়েছে। অথচ, হরিজনরা সকল ক্ষেত্রে, সবসময় বৈষম্যের শিকার হচ্ছে। তারা মানবাধিকার মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধন শেষে সংগঠনিটির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারককলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ