পার্বত্যাঞ্চলের বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্পেশাল অলিম্পিকস কার্যক্রম শুরু হয়েছে রাঙামাটিতে।
বৃহস্পতিবার সকালে শহরের খাদ্যগুদাম এলাকায় রাঙামাটি স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের উদ্বোধন করেন, সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
এ সময় বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের পরিচালক ফারুকুল ইসলাম, রাঙামাটি স্পেশাল অলিম্পিকসের সভাপতি সুবর্ণা চাকমা, সোসাইটি ফরদা ওয়েল ফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন-(সোয়াক) এর উপ-পরিচালক, মোঃ মোফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, রাঙামাটি স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের চালু হওয়ায় পার্বত্য এলাকার বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপকৃত হবে। সমাজে বুদ্ধি প্রতিবন্ধীদের বোঝা ভাবা ঠিক হবে না। তাদেরকে উপহাস না করে নিজেদের পরিবারের সদস্য হিসেবে দেখতে হবে। কুসংস্কার দূরে সরিয়ে রেখে প্রতিবন্ধীদের সহায়তা সকলে এগিয়ে আসতে হবে।
পরে সুবর্ণা চাকমাকে সভাপতি ও কিংশুক চাকমাকে সচিব করে ১৯ সদস্যের রাঙামাটি স্পেশাল অলিম্পিকস সাব-চ্যাপ্টারের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন