লক্ষীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ও বামনী ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম এই ব্রিজটি। এ ব্রিজ দিয়ে প্রতিদিন সোনাপুর ইউনিয়নের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ এবং বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের রুস্তম আলী ডিগ্রি কলেজ, সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, সোনাপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আসা যাওয়া করেন।
প্রতিদিন এ দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ব্রিজটি। বর্তমানে এ ব্রিজটি সংস্কারের অভাবে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে গেছে।
৪নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউছুফ জালাল কিছমত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন যাবৎ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও বরাদ্দ না পাওয়ায় ব্রিজটি সংস্কার করা যায় নি। যার কারণে জনগণের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আক্তার হোসেন ভূঁইয়া জানান, ব্রিজটি নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করা হবে।
বিডি প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান