'কমিউনিটি পুলিশিং ডে' উপলক্ষে সাভারের আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আশুলিয়াস্থ শিল্প পুলিশ-১ এর সদর দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মহপরিচালক মো. নওশের আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশ নেন। বর্ণাঢ্য র্যালিটি এসময় শিল্প পুলিশ-১ এর সদর দপ্তর থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় স্লোগান সম্মলিত ব্যানার, ফ্যাষ্টুন ও প্ল্যাকার্ড হাতে কমিনিউটিং পুলিশিং র্যালিতে অংশ নেন শিল্প পুলিশ, শ্রমিক ও কমিনিটি পুলিশের কয়েক’শ সদস্য। পরে বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট এসএম মান্নান কচির সভাপতিত্বে আলোচনা এক সংক্ষিপ্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আমন্ত্রিত সাংবাদিক ও শ্রমিক নেতারাও অতিথিদের মাঝে কমিউনিটি পুলিশের গুরুত্ব তুলে ধরেন।
এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক (অতিরিক্ত আইজি) বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে পুলিশ। তবে জনগণ সম্পৃক্ত না থাকলে পুলিশের পক্ষে এসব নির্মূল সম্ভব নয়। তিনি বলেন, সমাজে অপরাধপ্রবণতা কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের নিজ এলাকার থেকে জঙ্গি নির্মূলে পদক্ষেপ নিতে হবে। তবে জঙ্গিদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সখ্যতার প্রমাণ পাওয়া গেলে সে আর পুলিশে থাকতে পারবে না। এবং কোন তৈরি পোশাক কারখানাতে সাধারণ শ্রমিকদেও সাথে মিশে যেন কোন জঙ্গি পোশক কারখানাতে কাজ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে , শিল্প কারখানা ও রাষ্ট্রের বিরুদ্ধে দেশী বিদেশী সকল ষড়যন্ত্র রুখতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। পরে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প পুলিশের এক কর্মকর্তা ও একজন শ্রমিক নেতাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার