ঝিনাইদহ শহরের আরাবপুর নিকারীপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ওই এলাকার বোরহান উদ্দিনের বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাড়ির মালিক বোরহান উদ্দিন জানান, রাতে বাড়ির ছাদে আগুন জ্বলতে দেখে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, বাড়ির মালিক বোরহান উদ্দিন ওই যুবককে চেনেন না বলে পুলিশকে জানিয়েছে।
যুবকটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম