গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদের নয়নসুক ক্যানেলের অদূরে ধানক্ষেত থেকে রুম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রুম্পা খাতুন উপজেলার শ্রীপুর ইউনিয়নের খুলপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, সকালে রুম্পা স্বামী সুমনের সঙ্গে ঘুরতে যান। পরে রাতে তিস্তা পাড়ের বাসিন্দারা রুম্পার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
গৃহবধূ রুম্পার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ঘটনার পর থেকে স্বামী সুমন নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমন তাকে হত্যার পর লাশটি ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়েছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম