রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা এলাকার একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খোকন পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, খোকন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে খোকন ও তার দলের অন্যান্য সদস্যরা বেনীনগর কালিতলা এলাকার একটি বাগানে বৈঠক করছিলেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চরমপন্থি দলের বাকী সদস্যরা পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, ওয়ান শ্যুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডিপ্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান