নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটপাড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী জালাল উদ্দিনকে (৪৫) আটক করেছে। আজ সকালে জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সুখারী দক্ষিণ পাড়া গ্রামে নিজ বসত ঘর থেকে রুমা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
আটপাড়া থানার ওসি রমিজুল হক জানান, সকালে আটটার দিকে খবর পাই স্ত্রীকে মেরে লেপের নীচে ঢেকে রাখে। এই খবরে পুলিশ গিয়ে জালাল উদ্দিনের নিজ ঘরের বিছানা থেকে রুমা আক্তারের লাশ উদ্ধার করে। লাশের গলায় ও বুকে আঘাতের চিণ্হ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাতপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা জালাল উদ্দিনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার