ঝিনাইদহের কোটচাঁদপুরে শফিকুল ইসলাম শফিক (৩৮) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে উপজেলার আখ সেন্টার এলাকার রেল লাইন থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিক কোটচাঁদপুর উপজেলার গবতলা এলাকার মনিরুদ্দিন মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আজ দুপুরে খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায়। তিনি আরো জানান, ঘটনা যেহেতু রেল লাইনের তাই আমি খুলনা রেলওয়ে থানা পুলিশকে খবর দিয়েছি। তারা এসে লাশটি উদ্ধার করবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার