ময়মনসিংহের তারাকান্দায় শিশু সুজন ওরফে চেতন পন্ডিত (১৩) হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী দুইজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) এবং তানভির হাসান আনিছ (৩২)। এদের মধ্যে আকরাম হোসেন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, ২০১১ সালের ৩০ অক্টোবর তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামে মোবাইল বিক্রিকে কেন্দ্র করে চেতন পন্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন সুজনের বাবা খোকন পন্ডিত বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ছয় বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, এ রায়ে আসামিরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করা হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/আরাফাত