পদ্মা সেতুর কাজের জন্য আনা পাথর চুরির সময় ফরিদপুরের মধুখালী থানা পুলিশ দুই ট্রাক পাথরসহ ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, পদ্মা সেতুর কাজের জন্য আনা পাথর রেলযোগে ফরিদপুরের মধুখালী ষ্টেশনের একটি জায়গায় রাখা হতো। দীর্ঘদিন ধরে সেখান থেকে প্রভাবশালী একটি চক্র রাতের আধারে ট্রাকযোগে পাথর সরিয়ে নেবার কাজ করতো। মঙ্গলবার রাতে এ চক্রটি ট্রাকযোগে পাথর সরিয়ে নেবার সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। যদিও এ কাজের মূল হোতাকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে পাথর বোঝাই দুটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আলমগীর হোসেন নামের এক ব্যক্তি তাদের দিয়ে পাথর সরানোর কাজ করাতো। আটককৃতরা হলেন, হাসান মোল্লা, সজিব মোল্লা, শাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম, ইমরান জমাদ্দার ও রানা মোল্লা।
পদ্মা সেতুর কাজে ব্যবহৃত পাথর আমদানীকারক জাহিদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি প্রভাবশালী মহলের সহায়তায় রাতের আধারে ট্রাকে করে পাথর সরিয়ে নিতো। বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। গভীর রাতে ট্রাকে করে চক্রটি পাথর সরিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে আসছে। ইতোমধ্যেই আলমগীর হোসেন কয়েক হাজার টন পাথর চুরি করে নিয়ে বিক্রি করেছে। ফলে আমি ব্যবসায়ীকভাবে মারাত্বক ক্ষতির সম্মুখীন হয়েছি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, পাথর চুরির সাথে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে পাথর চুরির সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথর ভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু জব্দ করে। এসময় ট্রাকের ড্রাইভার, হেলপারসহ ৬ জনকে আটক করা হয়েছে। পাথর চুরির সাথে জড়িতদের নাম জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাথর চুরির ঘটনায় মধুখালী থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল