বুড়িগঙ্গায় অভিযান চালিয়ে ৫৩ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর সোয়ারিঘাট এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া জেলার ৪০টি মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরিবদের মধ্যে জাটকাগুলো বিতরণ করেন। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম