বরিশাল-বানারীপাড়া সড়কের শেখেরহাট এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে একজন নিহত এবং একজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় নগরীর কাউনিয়া থানার কশাইখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. সজীব (১৫) এবং আহত হয় বরগুনার বেতাগী থানার মন্নান ফকিরের ছেলে সোহেল ফকির (২৫)।
নগরীর বিমান বন্দর থানা পুলিশ জানায়, নগরীর গড়িয়ারপাড় থেকে রড বোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-০৫২৩) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিমানবন্দর থানার শেখেরহাট এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির ট্রাকটি উল্টে সড়কের বামপাশে খাদে পড়ে যায়। ট্রাকে থাকা চালক, হেলপার ছাড়াও ৬ শ্রমিকের অন্যান্যরা অক্ষত অবস্থায় বেঁচে গেলেও ট্রাকের নীচে চাপা পড়ে দুই শ্রমিক। খবর পেয়ে পুলিশের একটি রেকার দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে হতাহতদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হলে সজিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সোহেলকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি এমআর মুকুল।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল