ফরিদপুরের মধুখালী উপজেলার নদী ভাঙ্গন কবলিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম। আজ দিনভর মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র কয়েক হাজার মানুষের মাঝে কম্বল, শাড়ী, লুঙ্গি বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচু, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (শিপা), আলফাডাঙ্গা কৃষক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
বস্ত্র বিতরণ ও গণসংযোগকালে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার