কুমিল্লার চৌদ্দগ্রামে ১২ কেজি গাঁজা ও ২শ' পিছ ইয়াবাসহ সোলেমান বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোলেমান উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের জবেদ আলীর পুত্র।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সোলেমানের বসতঘর থেকে ড্রামভর্তি পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা ও ২শ' পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের দুইটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল