নাশকতার পরিকল্পনার অভিযোগে বগুড়ায় ইন্ডিপেনডেন্ট জেনারেল হসপিটাল ও ইন্ডিপেনডেন্ট স্কুলের পরিচালক আনিছুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত আনিছুর ওই বেসরকারি হাসপাতাল এবং স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হলেও সে ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রবিবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গ্রেফতারকৃত আনিছুর রহমানসহ ২৫ থেকে ৩০ জন গোপন বৈঠক করছিলো। এর মধ্যে ১০ থেকে ১২ জন মহিলাও ছিল। বৈঠককারীরা নাশকতার পরিকল্পনা ছাড়াও জঙ্গি কর্মকান্ডে মহিলাদের উদ্বুদ্ধ করছিলো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে অংশ গ্রহণকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ সেখান থেকে বগুড়া সদর জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেদকে গ্রেফতার ও জিহাদী বইসহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়।
পরে তদন্তে পুলিশ জানতে পারে ওই বৈঠকে শহরের জলেশ্বরীতলার ইন্ডিপেনডেন্ট জেনারেল হসপিটাল ও মালতিনগর স্টাফ কোয়ার্টার লেনে ইন্ডিপেনডেন্ট স্কুলের পরিচালক আনিছুর রহমান ছিলো। সোমাবার রাতে ওই হাসপাতালের ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় দায়ের করা মামলায় মহিলা সহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আনিছুর বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাসিন্দা। আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, গোপন বৈঠকে অংশ নেয়া অন্যদের খোঁজে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার