নির্যাতনের ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৫ রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড হেডকোয়ার্টারের গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া উইং হতে এল এস আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত শাহপরীরদ্বীপের বিভিন্ন চরে অভিযান চালিয়ে নাফ নদীর মোহনা থেকে তাদের উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত রোহিঙ্গাদের শাহপরীরদ্বীপের বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। তারা গত ১৬ নভেম্বর ১৭ মিয়ানমারের পইমালী ও বুচিডং হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/মাহবুব