ডিজিটাল প্যানা সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক বগুড়ার শেরপুর পৌর শহরের উলিপুর নতুন পাড়ার মোহাম্মাদ আলীর ছেলে। তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
জানা যায়, সোমবার শহরের উলিপুরে মহাসড়কের পশ্চিমপার্শ্বে তিনটি বাঁশ দিয়ে ফ্রেম করে বিশালকার একটি প্যানা লাগানোর সময় রাস্তার পশ্চিম পাশ দিয়ে টানানো বিদ্যুতের ১১ কেভি লাইনের সাথে স্পর্শে আব্দুর রহমানসহ কয়েকজন আহত হয়। এসময় রহমানের শরীরে আগুন ধরে গেলে এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়।
বগুড়ার শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জানান, নিহত যুবক রহমান কাঠমিস্ত্রীর কাজ করে। সে বিভিন্ন সংগঠনের দেয়া ডিজিটাল প্যানা লাগানোর কাজ করত। সোমবার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে অগ্নিদগ্ধ হয়। তার পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার