কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়ায় আসক্ত প্রেমিক-প্রেমিকাকে ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
চৌদ্দগ্রাম থানার এসআই শেখ আবদুস সবুর জানান, উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র কুয়েত প্রবাসী আলী হোসেন গত ১১ নভেম্বর দেশে আসে। দুইদিন পর তার স্ত্রী শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আবদুল হান্নানের মেয়ে দুই সন্তানের জননী রোকসানা আক্তার লিপি কাউকে কিছু না বলে পালিয়ে যায়। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সোমবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে লিপিকে উদ্ধার ও তার প্রেমিক এক সন্তানের জনক কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের আনোয়ার উল্যাহর পুত্র আবুল কালামকে আটক করে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল