বরিশালের গৌরনদীতে লাখ টাকা উৎকোচের বিনিময়ে ছাত্রলীগ কর্মী সাকির গোমস্তা হত্যা মামলার এজাহারভূক্ত আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় ওসির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত রবিবার বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান করে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার গৌরনদী থানায় গিয়ে সাক্ষ্য গ্রহণ করেছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবুল বাশার ও জেলা ডিবি’র ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি মঙ্গলবার বিকেলে গৌরনদী থানায় গিয়ে অভিযুক্ত ওসি মনিরুল ইসলাম, ঘটনার দিন (২১ নভেম্বর) হত্যা মামলার আসামি ফাহিমকে ঘটনাস্থল থেকে গ্রেফতারকারী এসআই মো. শামচুদ্দিন, ওইদিন থানার ডিউটি অফিসার এএসআই মো. মফিজুর রহমান এবং ৩ সেন্ট্রি (প্রহরী) কনস্টেবল খুকু আক্তার, ঝুমুর রানী ও রবিউলের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত কমিটি ওই সাক্ষীদের জবানবন্দী লিপিবদ্ধ করেন।
তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম জানান, গৌরনদী থানায় গিয়ে ওসি, ডিউটি অফিসার ও সেন্ট্রিসহ ৬ পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করেছেন। আগামী ২/১ দিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন।
নিহত ছাত্রলীগ কর্মী সাকিরের মা আলেয়া বেগম অভিযোগ করেন, গত ২১ নভেম্বর দুপুরে ঘটনার পরপরই স্থানীয়রা সাকিরের উপর হামলাকারী ফাহিমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গৌরনদী থানার এসআই শামচুদ্দিন ফাহিমকে থানায় নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় থানার ওসি লাখ টাকার বিনিময়ে ফাহিমকে ছেড়ে দেয় বলে অভিযোগ তার।
সম্প্রতি গৌরনদী উপজেলার পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষকদের গালাগাল করে স্থানীয় যুবলীগ কর্মীরা। এ সময় ছাত্রলীগ কর্মী একাদশ শ্রেণির ছাত্র সাকির গোমস্তা প্রতিবাদ করলে সোহেল গোমস্তা, ইলিয়াছ খান, সুমন হাওলাদার, এমরান মীর ও ফাহিমের নেতৃত্বে যুবলীগের ১০/১২জন কর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাকিরকে পিটিয়ে গুরুতর জখম করে। ২১ নভেম্বর গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে ৬ জনের নামোল্লেখসহ যুব ও ছাত্রলীগের ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল