নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল পাঠান সুমন ও প্যাথলজি সহকারী রেজাউল করিমকে ঘুষের এক লক্ষ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার বিকেলে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (ঢাকা-২) উপ-পরিচালক মোর্শেদ আলম জানায়, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মের্সাস মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লক্ষ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকী এক লক্ষ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেয় ওই ব্যবসায়ী।
অভিযোগের প্রেক্ষিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত সহকারী ও তার অপর সহযোগীকে নগদ এক লক্ষ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল