বগুড়া জেলা শ্রমিকদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়িরোড সংলগ্ন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বগুড়া জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, আবুল বাশার, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, সোহরাব হোসেন লাইজু, সাইদুল কবির, মোশারফ হোসেন স্বপন, লাকী বেগম, শিল্পী বেগম, মাহমুদ শরীফ মিঠু, নাজমা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল