ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমনের খবরে সারাদেশের মত বরিশালের খৃষ্টান সম্প্রদায়ও উচ্ছাসিত। ক্যাথলিক মন্ডলীর ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর একটি ঐতিহাসিক ঘটনা বলে তারা মনে করেন। পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর উপলক্ষে মঙ্গলবার নগরীর সদর রোড সাধু পিতরের ক্যাথিড্রাল চার্চে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বরিশালের ক্যাথলিক খৃস্টান সম্প্রদায় এই অভিমত দেন। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধু পিতরের ক্যাথিড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল মিলন দেউরি।
তিনি বলেন, ঢাকায় পোপ ফ্রান্সিসের ধর্মীয় অনুষ্ঠানে বরিশালের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন। বৃহস্পতিবার পোপ ফ্রান্সিসের ধর্মীয় সমাবেশে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর থেকে মোট ২ হাজার প্রতিনিধি অংশ নেবেন। তার মধ্যে ১ জন বিশপ, ১৮ জন ফাদার, ৬ জন ব্রাদার ও ৫১ জন সিষ্টার রয়েছেন। এছাড়া শুক্রবার ঢাকার নটারডেম কলেজে শিক্ষার্থীদের সমাবেশে বরিশাল থেকে ১ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। বৃহত্তর বরিশালের বিভিন্ন ক্যাথলিক চার্চের পুরোহিতরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল