নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেছেন, ''আগামী সংসদ নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আজ প্রতিশ্রুতি দিলাম আগামীতে ৫০ হাজার বেশি ভোটে জয়লাভ করে দেখিয়ে দিবো। যারা আমার বিরোধিতা করছেন, আপনাদের পিছনে কয়জন লোক আছে। বিরোধিতার জন্য বিরোধিতা করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করবেন না।''
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মঙ্গলবার লালপুর উপজেলার আব্দুলপুর ০৩ নং চংধুপইল ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এমপি কালাম বলেন, আমার সময় যত উন্নয়ন হয়েছে, বিগত অনেক বড় বড় এমপি-মন্ত্রী লালপুর-বাগাতিপাড়া আসনে ছিল। কিন্তু তারা আমার মতো উন্নয়ন করতে পারেনি। আমার আসনে যেখানে হাঁটার রাস্তা ছিল না, সেখানে এখন ঝকঝকে পাকা রাস্তা। তাছাড়া আমার আমলে ১৭টি গ্রামে বিদ্যুৎ দিয়েছি, বিগত কোন এমপিই তা দিতে পারেনি।
এমপি কালাম আরো বলেন, ১৯৯৬ সালের পর চংধুপইল ইউনিয়নে বড় ধরনের কোন সমাবেশ হয়নি। আজ এই সমাবেশে জনস্রোতে মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন, এখানকার আওয়ামী লীগ কত সু-সংগঠিত। আমার একজন ওয়ার্ডের মেম্বার যে লোক জড়ো করতে পারবে, যারা আমার বিরোধিতা করছেন তারা একআনা লোকও জড়ো করতে পারবেন, প্রশ্ন রাখেন তিনি।
অনুষ্ঠানে ৩নং চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ৩নং চংধুপইল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আবু আল বেলাল। পরে আব্দুলপুর জংশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জংশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেম্পু স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/মাহবুব