খুলনায় ট্রাক ও পুলিশের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রফিকুল ইসলাম (৩৫) ও সোহেল। নিহতদের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা নাগাদ খুলনা-ফুলতলা বাইপাস সড়কের আড়ংঘাটার মোস্তর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনার জিরোপয়েন্ট থেকে আফিল জুট মিলগামী একটি পাটবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩১৩০) সঙ্গে খুলনাগামী পুলিশের একটি প্রাইভেটকারের মুখোমুখে সংঘর্ষ হয়।
ওসিআরও জানান, সংঘর্ষের পর প্রাইভেটকারের চারজন এবং ট্রাকের একজন আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজিসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর