বরিশালে কাউনিয়া বিসিক রোড এলাকায়পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ সাব্বির হোসেন হাওলাদার (১৮) ও রাসেল হাওলাদার (২৫) নামে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান দুটি চালানো হয়। এসময় সাব্বির হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও রাসেলের কাছ থেকে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উভয় অভিযানের নেতৃত্বে থাকা ডিবি’র এসআই হেলালুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর