শ্বশুরবাড়ী থেকে দা দিয়ে ভয় দেখিয়ে বউকে নিতে এসে প্রাণ হারালেন স্বামী। সেই দা দিয়েই তাকে ১০ টুকরো করলো শ্যালক।
মঙ্গলবার রাত ৮ টার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক সুশান বাউরিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুর চা বাগানের সরণ বাউরির (৪০) স্ত্রী একই বাগানের লতিকা বাউরি (৩২) পারিবারিক কলহের জের ধরে দীর্ঘ দিন থেকে শ্বশুরবাড়ীতে ছিলেন। মঙ্গলবার রাতে সরণ বাউরি স্ত্রী লতিকাকে শ্বশুর বাড়ীতে থেকে নিতে আসেন। এসময় সে যেতে না চাইলে তাকে দা’দিয়ে ভয় দেখিয়ে বাড়ীতে নিতে চান। এতে বাধা দেন শ্যালক সুশান বাউরি (২৫)। এনিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে সুশান দুলাভাইর কাছ থেকে দা কেড়ে নিয়ে সেই দা দিয়ে দুলাভাই সরণ বাউরিকে কেটে ১০ টুকরো করেন। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ টুকলো লাশ উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত শ্যালক সুশার বাউরিকে আচক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর