ঘন কুয়াশার কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করেছে বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।
এর আগে, সকাল ৭টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জিল্লুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
প্রায় আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় কয়েক’শ যানবাহন অপেক্ষামাণ রয়েছে বলেও জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম