নানা আয়োজন আর উৎসবের মধ্য দিয়ে শান্তি চুক্তির ২দশক পূর্তি পালন করেছে রাঙামাটির বিজিবি। দিবসটি উপলক্ষে রাঙামাটির বরকল ও কাপ্তাই উপজেলার পৃথক পৃথকভাবে ভলিবল প্রতিযোগিতা ও মেডিক্যাল ক্যাম্পেইন ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিজিবির সূত্রে জানা যায়, রাঙামাটির বরকল উপজেলাস্থ ছোটহরিণা জোনের উদ্যোগে স্থানীয় উপজাতি ও বাঙালীদের নিয়ে পার্বত্য শান্তিচুক্তির ২০ বর্ষপূর্তি বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়। এছাড়া হরিণা বাজার পাবলিক ক্লাব ও ভূষণছড়া আদর্শ ক্লাব এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। এ সময় বরকল জোন কমান্ডার প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অন্যদিকে,রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাছড়া ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজিবির ওয়াগ্গাছড়া ১৯ ব্যাটালিয়ন সদরের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অঙশগ্রহণ করেন।
এছাড়াও ওয়াগ্গাছড়া জোনের ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা দেন। পরে জোনের উদ্যোগে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন রাঙামাটি সেক্টরদক্ষিণ পূর্ব রিজিয়ন পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি।
বিডিপ্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান