বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনেই হবে। তাই আজ সকল নেতাকর্মীকে অভিমান ভুলে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আগামী নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসন জোড় করে ছিনিয়ে নিতে দেয়া হবে না।
আজ সিংড়া উপজেলা বিএনপির নব-গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় দুলু বলেন, বর্তমান আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিষ্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছে। আগামী নির্বাচনে দল ক্ষমতায় গেলে সকল অত্যাচারের বিচার করা হবে। অনুষ্ঠানে দুলুর সহধর্মীনি নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াছমিন ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে না যেতে পেরে মোবাইল ফোনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান মন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র শামিম আল রাজি’র আহ্বানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আলী আজগর খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি শামিম হোসেন, সিংড়া শহর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ, সাধারণ সম্পাদক তায়েজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল