বগুড়ার ধুনটে মেয়াদোত্তীর্ণ ও নিন্মমানের ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসীর মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা।
বগুড়ার ধুনট থানার এএসআই আলম হোসেন জানান, মেয়াদোত্তীর্ণ ও নিন্মমানের ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে হাসপাতাল এলাকার ছাতিকা ফার্মেসীর মালিক আব্দুল আলিমকে ৫ হাজার টাকা, জিম মিম ফার্মেসীর মালিক জিন্নাহ্ মিয়ার ৮ হাজার টাকা ও মোজাহিদ ফার্মেসীর মালিক মোফাজ্জল হোসেনের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার