পিরোজপুর-খুলনা মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে তৌহিদুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে এ দুঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ জানান, পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজের পশ্চিম পাড়ে চালক নিয়ন্ত্রণ হারালে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী তৌহিদুরের মৃত্যু হয়। এসময় চালকসহ আরো চারজন গুরুতর আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার