যশোরে বিকাশ কর্মীর কপালে পিস্তল ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত বিকাশ কর্মী আবু সাঈদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সাঈদ সদর উপজেলার আরিচপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় রবিবার রাতে বিকাশের যশোর অফিসের এক্সিকিউটিভ থানায় একটি অভিযোগ করেছেন।
বিকাশের টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি জানিয়ে যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার