ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকায় বিষপানে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সেই গৃহবধূর নাম সুমাইয়া ফরাজী (২১)। একই সময়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে তার স্বামী হিমু আকন (২৫)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যা নাগাদ কাঠপট্টি এলাকার একটি মুড়ির কারাখানা থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। সুমাইয়া ও হিমুর বিয়েতে দুই পরিবারের অভিভাবকদের কারো সম্মতি ছিলো না। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঝালকাঠি সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। হিমুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর