আজ লক্ষ্মীপুর মুক্ত দিবস। আজ লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্বারা সকাল ৯টায় শহরের বাগবাড়ীর গণকবরে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়ারা বেগম, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল