কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান রিফাত নামে ট্রাক চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের হাড়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে হাড়াতলি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় আরাফাত ট্রাক থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত হয় কাভার্ডভ্যান চালকের সহকারী ও ট্রাকের চালক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ মরদেহ ও গাড়ি দু'টি উদ্ধার করেছে।
নিহত আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ