হবিগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বিষয়ক এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে হবিগঞ্জ জেলা পরিষদ অডটরিয়ামে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমূখ।
অনুষ্ঠানের জেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইসম্যানগন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা করেন মা-মনি এইচএসএস প্রকল্প সেভ দ্যা চিলড্রেন।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ