বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
সোমবার ভোর ৬টার দিকে উত্তর সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
তারা হলেন সোনাখালী গ্রামের জব্বার শেখের ছেলে শামীম শেখ(৩৮) ও তার সহযোগী ফেনী জেলার উত্তর লক্ষীপুর গ্রামের ওবায়দুল হাজারীর ছেলে মহিউদ্দিন হাজারি (২২)।
অভিযানের নেতৃত্বদানকারী ডিবি পুলিশের এস.আই মো. ঈমান উদ্দিন মোল্লা বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে শামীম তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। সফল ওই অভিযানে পেশাদার ও বড় মাপের মাদক ব্যবসায়ী শামীম শেখ ও তার বন্ধু মহিউদ্দন আটক হয়। পরে তাদের দেখানো মতে ঘরের মধ্য হতে উদ্ধার করা হয় ১৫ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৭/তাফসীর/মাহবুব