নাটোরে গুলিতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুইজনকে আহত করার প্রতিবাদে জেলা ছাত্রলীগ জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই গুলির ঘটনার সাথে জড়িত বিএনপির সকল নেতামকর্মীকে আটক করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
আজ নাটোর জেলা ছাত্রলীগ আওয়ামী লীগ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক দিয়ে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস্, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হেল কাফি শুভ, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ শাখার সভাপতি এস এম শাহাদত হোসেন রাজিব। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দীলিপ কুমার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জল।
রবিবারে গুলির ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হলেও তা নথিভূক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সোমবার রাতের মধ্যেই তা মামলা হিসেবে গ্রহণ করে আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার