'তথ্যের অধিকার, তথ্যই শক্তি সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি' এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপি তথ্যমেলা।
সোমবার বিকালে সচেতন নাগরিক কমিটি বগুড়া’র উদ্যোগে এবং জেলা প্রশাসন বগুড়া’র সহযোগিতায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে তথ্যমেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আসাদুজ্জামান বিপিএম, সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল, টিআইবি বগুড়ার এরিয়া ম্যানেজার নাজমা খানম নাজু। মেলায় সরকারী বেসরকারী মোট ২৬টি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন