রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন। সবুজবাগ বৌদ্ধ মন্দির ক্রসিং সংলগ্ন বিশ্বরোডে রবিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে সবুজবাগ থানার উপ-পরির্দশক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ঘাতক বাস ও তার চালক-সহকারীকে খোঁজা হচ্ছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার