আশুলিয়ায় মরাগাং এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় প্রায় পঁচিশ লাখ টাকা মূল্যের দু'ইশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে আশুলিয়ায় ইয়ারপুর এলাকার আফাজ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিনকে (৩৫) আটক করা হয়।
আশুলিয়া থানার ঢাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইউনিয়নের মরাগাং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এই ব্যাপারে বোরহান উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বপন ও মোশাররফ হোসেন মূসা গাড়িতে ছিল। পুলিশের চেক পোষ্ট দেখে গাড়িতে হিরোইন রেখে তারা গাড়ি থেকে নেমে যায়।
এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বোরহান উদ্দিনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী, ঘরে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। থানা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটক বোরহানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার