বগুড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। আজ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মকবুল হোসেন, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সচিব আব্দুর রহিম প্রমুখ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একই স্থানে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর গ্রহণ করা হয়। শেষে বগুড়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বগুড়ার শেরপুর উপজেলায়, নন্দীগ্রাম উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সামনে রেখে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংস্থা এতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার