বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। আজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক মো. গোলাম ইমতিয়াজ ইনান। বিক্ষোভ মিছিলে অংশ নেন, দিনাজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন-উর রশীদ রায়হান, সুমিত শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রহমান লিমন, মাসুম শাহ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হেবাউর রহমান, কোতয়ালী ছাত্রলীগের আহবায়ক আহানুজ্জামান চঞ্চল, সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদনান বিন রতন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ইফাজসহ বিভিন্ন কলেজ ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার