দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে আলুর বীজ বিতরণ করছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটি। আজ দিনাজপুর সদর উপজেলার জাহানারা কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সাহায্যার্থে আলুর বীজ বিতরণ করেন কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি মো. বদিউজ্জামান বাদল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হাসান সিদ্দিকী, বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ডা. গোকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দয়া রাম রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার