তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'খুনিদের প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। খুনি ও লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা এই বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রী কলেজে নব-নির্মিত একাডেমিক ভবন’র উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ’৭৫-এর পরে জেনারেল জিয়াউর রহমান রাজনীতির খলনায়ক আর এখন তার স্ত্রী খালেদা জিয়া হচ্ছে খলনায়িকা। পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়। তাই মাফ আমরা চাইবো না, মাফ যদি চাইতে হয় তবে চুরি, মানুষ খুন,আর চক্রান্তের জন্য খালেদা জিয়াকেই জাতির কাছে মাফ চাইবে হবে।
ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল বারী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূধীজনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম