নোয়াখালীর সেনবাগে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের বিজয়নগর গ্রামের ব্যাপারী বাড়ির পারভেজ (২৮), সুজন (২৬) ও আহত রাসেল (৩০)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিন যুবক সেনবাগে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে কানকিরহাট-সোনাইমুড়ি সড়কের পাকা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে পারভেজ ও সুজন নামে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর মোটরসাইকেল আরোহী রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত