গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলায় আজ এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই এলাকার গোলবার হোসেনের ছেলে।
নিহতের সহকর্মী মো. আব্দুর রাজ্জাক জানান, কালিয়াকৈর পৌরসভার (পরিচ্ছন্নতা কর্মী) ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করতেন আব্দুল কাদের। সকালে উপজেলার ডাইনকিনি এলাকায় একটি ময়লার ড্রেন পরিষ্কার করছিলেন। আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল কাদের। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল কাদের কালিয়াকৈরের লতিফপুর বটতলা এলাকায় পরিবারে নিয়ে বাসা ভাড়া থাকতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাহার জানান, সকালে আব্দুল কাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার